Psychological Simulator

BrainGuru এর সাইকোলজিক্যাল সিমুলেশন (Psychological Simulation) হলো এমন একটি Programming Package যেখানে ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে মনস্তত্ত্ব, চিন্তাধারা, আবেগ, আচরণ, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া ইত্যাদি ডিজিটাল তথা কৃত্রিম (Artificial) পদ্ধতিতে বুদ্ধিমত্তা (Intelligence) এর প্রয়োগে উদ্দীপিত (Stimulation) করার প্রয়াস - যার মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও অধিকতর পর্যবেক্ষণ ও উপলব্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত সুখ ও সফলতা লাভে সক্ষম হতে পারেন!

BrainBuzz

BrainBuzz এমন একটি সাইকোলজিক্যাল সিমুলেটর যা আপনার সাবকনশিয়াস মাইন্ড’কে উদ্দীপিত করে নানান সমস্যা বা যেকোন বিষয়ে ইফেক্টিভিটি গেইন করাতে সহায়তা করবে – প্রচলিত আধ্যাত্মিকতায় বিশ্বাস এর যে ব্রেইন ফাংশানাল ক্রিয়া সেটিই এখানে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সাইকোলজিক্যাল ইন্ডিকেশন স্বরূপে [যদিও এখানে মস্তিষ্কের “বিশ্বাস” নামক বিষয়টির ব্যবহার করা হচ্ছে তথাপি কোন ‘মিথ্যা’ প্রয়োগ না করেই] – আপনি যথেষ্ট মেডিটেটিভ মাইন্ড নিয়ে এতোটুকু বিশ্বাস বা আস্থা রাখুন “আপনার ভাবনার বিষয় তথা Subject টি লজিক্যাল এনালাইসিস এবং সাবকনশিয়াস এক্টিভিটির সম্মিলনে ইফেক্টিভ ইফিসিয়েন্সি লাভ করতে সক্ষম” – এমতাবস্থায় সিমুলেশনের মধ্যকার বৃত্তাকার অংশটিতে ফোকাস করে পরিপূর্ণ কনসানট্রেট হয়ে আপনার মনের ভাবনার বিষয় ভাবতে থাকুন – এতোটাই সম্মোহিত হউন যেন অবচেতন ভাবনার দুয়ার আপনার Subject এর তরে ডেডিকেটেশনে উদ্দীপিত হয় যা কিনা লজিক এর সংমিশ্রণে আপনি নিজেই আপনার ব্রেইন ইফেক্টিভিটি ব্যবহারে উক্ত বিষয় বা Subject – এ ইফিসিয়েন্সি গেইন করে সফল হউন!
BrainBuzz Simulation

Mind Reading Game

Mind Reading Game এমন একটি সাইকোলজিক্যাল সিমুলেটর যার মাধ্যমে Math তথা গাণিতিক Logic এর ইউটিলাইজেশানে একরূপ মনের কথা পড়ে ফেলার মতোই আপন মনের আপাত লুকায়িত সংখ্যাটি জানতে পারেন - মূলত এই সিমুলেশন এটাই জানান দেয় যে " আমাদের মনের যাবতীয় চেতনায় একরূপ গাণিতিক ধারায় পরিচালিত হয় যেখানে এক্সেস করার জন্য উপাত্তনির্ভর Logic এর মাধ্যমে উহার পরিস্ফুটনের বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব"।
Mind Reading Game

Brain Jerk

নেশা বলতে মূলত কোন কিছুতে নেগেটিভ'ভাবে আসক্তি বোঝায়; তথাপি কোন একটি সাবজেক্টিভ ধারণার দরূন কোন অবজেক্ট স্বাপেক্ষ [যেমন ড্রাগ ইত্যাদি] এর অভ্যাসগত আচরণ যখন নিয়মিত হয়ে যায় এবং উহার অবর্তমান বা অনুপস্থিতির দরূণ অবসেসিভনেসে মেন্টাল ব্যালেন্স বিনষ্ট হয় সেটাই আসলে নেশা বা এডিকশন!
নেশা করলে কি হয়?
সাধারণত এটি ব্যক্তিস্বাপেক্ষ মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর নির্ভর করে যে কোন ব্যক্তি কোন কোন নেশা জাতীয় নেশার সাবজেক্ট/অবজেক্টের ধরণের প্রতি কেমন প্রতিক্রিয়া প্রদর্শন করবে - এটির ওপরেই ব্যক্তির নেশা করার পর কেমন ফিলিংস বা অনুভূতি হয় সেটা ডিপেন্ডবল। একটি বিষয় এখানে হাইলাইট করা হচ্ছে এই নেশার বিষয়ে আলাপ তাতে "নেশা করার জন্য শুধুই যে স্নায়ু উদ্দীপ বস্তু বা অবজেক্ট প্রয়োজন তা নয় কিন্তু বরং অনেক সময় এবং সিংহভাগ সময়ই অবচেতন নেশার উদ্দীপক হিসেবে কোন সাবজেক্ট ক্রিয়াশীল হতে পারে"। বিষয়টা একটু উদাহরণ দিয়ে বোঝালে স্পষ্টভাবে হয়তো বুঝতে সহজ হবে - বই পড়তে পড়তে বই পড়ার নেশা কিংবা বই পড়ার মাঝে কোন ক্যারেক্টারের প্রতি এতোই আসক্তি যেন তাতে অবসেসিভ হয়ে পড়া ইত্যাদি। সুতরাং নেশা'কে অবশ্যই খারাপ এটা বলা যাবে না - ততোক্ষণ অবধি যতোক্ষণ না পর্যন্ত সেটা আপনার ন্যাচারাল লাইফে নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করছে; "নেশা অর্থ স্নায়ুবিক উদ্দীপনা" এটাই হয়তো সবচেয়ে সঠিক ডেফিনেশান হতে পারে। অন্যদিকে এটাও সত্য যে প্রচলিত নেশার যেসব দ্রব্য ব্যবহৃত হয় স্নায়ুকে উদ্দীপনা যোগাতে উহার শারীরিক ক্ষতিকর বিভিন্ন দিক বিদ্যমান এমনকি উহা মানসিক স্থিতি নষ্ট করে বৈকি!
নেশার ফিলিংস কেমন হয়?
উপরেই বলা হয়েছে হয়েছে নেশার অনুভূতি সাধারণত ব্যক্তির মনস্তাত্ত্বিক বিষয়ের ওপর নির্ভরশীল একরূপ স্নায়ুবিক উদ্দীপনা তাতে ফিলিংস বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হতে পারে [কি দিয়ে নেশা করা হচ্ছে সেটার সাইকোডেলিক ইফেক্ট] এবং নেশার সময় ব্যক্তি কোন ভাবনাতে আবিষ্ট হয়ে থাকতে প্রেফার করেন। তদুপরি যেকোন নেশায় সাধারণত মস্তিষ্কে হরমোন নিঃসরণে এক সুখানুভূতির উদয় ঘটে - এক্ষেত্রে Dopamine হরমোনের তুলনামূলক অধিক নিঃসৃত হওয়ার বিষয়টি হাইলাইট করা যায় যা মস্তিষ্কে আনন্দ অনুভবে অর্জন বা প্রাপ্তির আবেশের উদ্ভব ঘটায়। অন্যদিকে সেরোটোনিন হরমোন মস্তিষ্কে হতাশা ও গ্লানি কিংবা ডিপ্রেসিভ হওয়ার মাত্রা পরিবর্তন এবং গাবা (GABA) হরমোন মস্তিষ্ক'কে চিন্তা ও চেতনার দিক হতে প্রশান্ত ও স্থির রাখতে নিয়ামক ভূমিকা পালন করে। এই যে হরমোন নিঃসরণে মস্তিষ্কে নেশা তথা স্নায়ুবিক উদ্দীপনার আবেশ সেটা আমাদের আপন ব্রেইনে এক সাইকোডেলিক উত্তেজনায় Jerking এর উদ্ভব ঘটায়...
আসুন BrainJerk Psychological Stimulative Simulation এর মাধ্যমে বিষয়টা রিয়েলাইজ করার চেষ্টা করি
BrainJerk Simulation

Hypnotize

যদি সহজভাবে বলতে হয় সম্মোহন কি তবে সেটা হলো ব্যক্তির কনশিয়াস তথা সচেতন'কে সজাগভাবে ব্যক্তির ইচ্ছাস্বাপেক্ষ [কিছু ক্ষেত্রে হয়তো সিচুয়েশান স্বাপেক্ষ ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধেও বটে] আপাত নিষ্ক্রিয় করে অবচেতন মনের চেতনার বহিঃপ্রকাশ ঘটানো।এই সম্মোহনী প্রক্রিয়া বিভিন্নভাবে ঘটে থাকে বা ঘটানো যায় - তদুপরি বাস্তবিকার্থে সম্মোহন আমাদের নিত্য জীবনের চারিপাশে প্রতিনিয়ত'ই ঘটে থাকে - যেমন সুন্দর কোন একটি ফুল দেখে আমরা মুগ্ধ হই তাতে আপন অবচেতন মন বিস্মিত হয়; আবার বর্তমানের মার্কেটিং এর দুনিয়াতেও নানান টেক জায়ান্ট কোম্পানিগুলো এই সাইকোলজিক্যাল সম্মোহন বিদ্যার ব্যাসিক ফ্যাক্টগুলি ইউটিলাইজ করে কোডিং এর লগারিদম সিস্টেম ব্যবহার করে ব্যবসার প্রসার ঘটায়।
আসুন Hypnotize Psychological Stimulative Simulation এর ভিজ্যুয়াল জগৎ হতে ঘুরে আসি...
Hypnotize Simulation

Tong

সুরের প্রতি মস্তিষ্কের বিভিন্ন মনস্তাত্ত্বিক ইফেক্ট রয়েছে তথাপি সুরের প্রতি মস্তিষ্কের সংবেদনশীলতায় Tong যেকোন শব্দ তথা সাউন্ড একটি কম্পন তৈরী করে যা তরঙ্গ আকারে বাতাসের অনুর স্পন্দনে আমাদের কান অবধি পৌছায়; তবে আমরা কি কখনো সেই শব্দে ঐ কম্পন অনুভব করেছি?
আসুন Tong Psychological Stimulative Simulation হতে বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করি...
Tong Simulation

NeedleNoice

সুরের প্রতি মস্তিষ্কের বিভিন্ন মনস্তাত্ত্বিক ইফেক্ট রয়েছে তথাপি সুরের প্রতি মস্তিষ্কের সংবেদনশীলতায় Needle Noice যেন শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে আপন মস্তিষ্ক এক সূচালো স্টিমুলেটিভ এনভায়রনমেন্টাল ফিলিংস সৃষ্টি করবে...
NeedleNoice Simulation

OMG

লৌকিক ঈশ্বরের মনস্তাত্ত্বিক উপখ্যান!
ঈশ্বর এবং আমরা মানুষ সামাজিক জীব আর এই সমাজেই বাস করে নানা ধর্ম ও বর্ণের মানুষ - যদি খুব সহজভাবে "ধর্ম কি?" এই প্রশ্নের উত্তর হয় "বৈশিষ্ট্য" তবে মানুষের অন্যতম প্রধান ও প্রাথমিক ধর্ম হবে "আমাদের ধর্ম আমরা মানুষ"; এই মানুষে মানুষে সামাজিকতা ও বিশ্বাসগত আচরণে ধর্ম এর বিন্যাসে আমরা সবাই যার যার চিন্তা-চেতনা ও মননে-মগজে এক একজন মানুষ নামক প্রাণী। বিশ্বব্যাপী আনুমানিক ১০,০০০ টি স্বতন্ত্র ধর্ম রয়েছে - যেখানে অধিকাংশ ধর্মের বেইজমেন্ট হলেন ঈশ্বর! যদিও বৈজ্ঞানিক ও যুক্তিগত বিচারে অদ্যবধি ঈশ্বরের অস্তিত্ব ও প্রয়োজনের গ্রহনযোগ্য প্রমান নেই তথাপি তবুও যার যার ধর্ম বিশ্বাসে সেই "ঈশ্বর" হলেন এক মহান সত্বা যার নিমিত্তে আমাদের ধর্মিয় আচরণগুলোর ব্যাপ্তী ঘটে - এটা ধর্মীয় বৈচিত্রতার সহিত সাইকোলজিক্যাল দিক হতেও নেগেটিভ দিকের পাশাপাশি পজেটিভ নানান দিক বিদ্যমান বটে - সুতরাং যাবতীয় নেগেটিভ বিষয়গুলো এড়িয়ে "আমরা মানুষ এবং যার যার ব্যক্তি বিশ্বাসের হেতু মহান এক ঈশ্বরের নিমিত্তে যাবতীয় আচরণে অভ্যস্ত সামাজিক প্রাণী" এটা বলাটাই অধিক সংগত!
সিংহভাগ ধর্মে যে ঈশ্বর প্রকৃতির চেতনা তাতে প্রথাগত ও প্রচলিত বৈশিষ্ট্য যদি সত্যিই একজন GOD থাকেন তবে হিউম্যান বিহ্যাবিউয়ার আচরণে সেই প্রভু মানুষের সকল সুখ - দুঃখ, আবেগ - অনুভূতি, যুদ্ধ - বিগ্রহ ইত্যাদিতে তার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? অথবা এই যে বিশ্বাসগত আচরণের এতো বিরূপতা তাতেই বা ঈশ্বরের অবস্থিতি কেমন? নিশ্চয়ই অস্তিত্ব আছে এবং নিশ্চল নয় এমন প্রতিক্রিয়াশীল ঈশ্বর অবশ্যই এতোসব ঘটন ক্রিয়াতে অবিচল থাকতে পারেন না..
GOD Simulation এ এই GOD বা ঈশ্বর আমাদের এই সেন্সের বহিঃপ্রকাশ ঘটায় যে একজন প্রতিক্রিয়াশীল অস্তিত্ব যা মহাবিশ্বের অতি ক্ষুদ্রতম এক গ্রহ পৃথিবীর এতো সকল প্রজাতির জীবের মাঝে মানুষ নামক এক প্রাণীর তরে প্রভুর আসনে আসীন - সে মানুষের যাবতীয় আবেগ ও অনুভূতির এমনই Fluctuate করবে; এই GOD Psychological Stimulative Simulation শুধু ঐশ্বরিক ঈশ্বর নয় বরং ঈশ্বরের প্রতি গোটা মানবজাতির প্রায় ১০,০০০ ধর্মের যেসকল ধর্মে ঈশ্বরের এরূপ অবস্থান তাতে সকলের বিশ্বাসী চেতনাতে এটার স্বরূপ কি এবং কেমন? এটা কখনো ঈশ্বর'কে খাটো করা নয় তথাপি এটা একরূপ সিমুলেশন যা আমাদের দেখিয়ে দিতে পারে GOD এর অস্তিত্বে আমাদের মানসিক অবস্থা - একইসাথে হয়তো আমাদের স্বাপেক্ষ GOD এর অবস্থিতি! অপরাপর এই Fluctuate দূর করতে আমাদের এতোটুকু জানা ও মানা'টাই হয়তো যথেষ্ট যে "আমরা সবাই মানুষ" তার জন্য আলাদা করে ধর্ম বা ঈশ্বরের প্রয়োজন যেমন নেই তেমনি ব্যক্তি বিশ্বাসে ধর্ম বা এক মহান ঈশ্বর থাকলেও ক্ষতি নেই!
এখন doG সেকশনের এই মুহূর্তে এসে আবারও মনে করিয়ে দিতে হচ্ছে এটি কোন ধর্ম বিশ্বাস বা ব্যক্তি কিংবা কাউকে ছোট করা কিংবা আঘাত করার জন্য নয় বরং এটি কেবলি এক মনস্তাত্ত্বিক সিমুলেশন মাত্র! আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছেন [কোন স্পেসিফিক ধর্মের কথা উল্লেখ করছি না] যারা তার নিজ নিজ ধর্মের তরে উগ্রতা'তে সামগ্রিক মানব জাতির মাঝে বিশৃঙ্খলা - যুদ্ধ ও বিগ্রহ এবং শান্তি নষ্ট করে [হয়তো তারা ভুল বুঝে করে তবে করে তো বটেই....অথচ কোন বিশ্বাস প্রতিষ্ঠা করতে যুদ্ধের চেয়েও শান্তির তরে ডেডিকেশান অধিক প্রযোজ্য হতে পারে;তাতে সাম্রাজ্য অধিকারে সেই ঈশ্বর ভাবনায় ধর্মের স্থিতিস্থাপকতা অপেক্ষা প্রশান্তির তরে সেটার রিয়েলাইজেশান আরও অধিক ইফেক্টিভ ভূমিকা পালন করে] - যে যেকোন ধর্মের'ই হউক না কেন তাতে ভুল বুঝে হউক কিংবা ইচ্ছাকৃত হউক তাদের জন্য তখন "সেই মহান ঈশ্বর" এর আর মাহাত্ম্য থাকে না বরং সেটা যেন God এর উল্টো এমন doG এর মতোই নৃশংস হয়ে উঠে....
doG Simulation এটা কোন ঈশ্বরের প্রতিরূপ নয় - বরং এটা ঐ সকল উগ্রতা এবং মগজ ভর্তি যুক্তিহীনতায় মানব সমাজে বিগ্রহ ও অশান্তির তরে তাদের মনের ভেতর লালন করা সেই উল্টো doG এর প্রতিচ্ছবি - মহান এক ঈশ্বর এতো সুবিশাল মহাবিশ্বের প্রভু হতে কখনোই তিনি এমন নির্লিপ্ত অন্তত হতে পারেন না!
ঈশ্বরের মনস্তাত্ত্বিক উপখ্যানে ঈশ্বর ধারণাতে আমাদের উপলব্ধি যতো উন্নত হবে - ততোই আমাদের জীবন সুখ ও সফলতায় উৎকর্ষিত হবে।

Optical Illusion

সত্য ও মিথ্যার অপেক্ষিকতা যদিও "সত্য" এবং "মিথ্যা" উভয়ই একটি আপেক্ষিক বিষয় - যেখানে স্বাপেক্ষ তথা রেফারেন্স গুরুত্বপূর্ণ; তবুও আমাদের এই দৃষ্টিগত তথা অপ্টিক্যাল ক্রিয়াকলাপের কতোটুকু অংশ কার্যত সত্য সেটা একটিবার ভাবনা করা যেতে পারে....
আসুন Optical Illusion Psychological Stimulative Simulation এর দিকে আলোকপাত করি....
Optical Illusion Simulation আমরা দেখতে পায় একটি স্ক্রিনের একই একটি কালো বৃত্তাকার বল ডান ও বামে মুভমেন্ট করছে - তাতে একটি সময় বলটিকে [যখন সাদা ব্যাকগ্রাউন্ড] কালো বলে আইডিয়েন্টিফাই করা যায় এবং মুভমেন্টের বিপরীতে অপর সময়ে [যখন কালো ব্যাকগ্রাউন্ড] সেটিকে খানিক ধূসর তথা হালকা সাদা এবং কালোর মিশ্রণ এর মতোই মনে হচ্ছে; এখন যদি প্রশ্ন করা হয় আদতে বলটি কালো নাকি ধূসর তখন আপনার অপ্টিক্যাল ভিউ হতে উত্তর কি হবে? সেটাকে কালো বললে সেটাও সঠিক আবার সাদা ও কালোর মিশ্রণে ধূসর বললে সেটিও মিথ্যা হয়ে যায় না - আবার একটি অপরটির তুলনামূলক অবস্থা ও অবস্থান স্বাপেক্ষ পরস্পর মিথ্যা বললেও ভুল হয়না - অন্যদিকে এটাও অসত্য নয় যে এটি কালো এটাও যেমন একটা ভুল তেমনি ধূসর সেটাও ভুল! এমন অপ্টিক্যাল ইলিউশনে আমরা যে প্যারাডক্সে পড়ি সেটা আসলে তখনই একটি সঠিকতম ডিসিশন নিতে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক শর্ত যে এটার ব্যাকগ্রাউন্ড কালার যখন বিচার করা হচ্ছে তখন কি এবং কেমন? একইসাথে কোন সময়ের জন্য সেটিও গুরুত্বপূর্ণ!
সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স!
সাইকোলজিক্যালি এই Optical Illusion Psychological Stimulative Simulation এর তাৎপর্য এই যে এটা আমাদের দৃষ্টিগত ইন্দ্রিয় এর দর্শন স্বাপেক্ষ যেকোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনে আমাদের পারিপার্শ্বিক অবস্থা ও অবস্থান বিচার ও বিবেচনাতে রেখে তারপর ডিসিশন নিতে প্রয়াসী করে তুলতে পারে; অপ্টিক্যাল ইলিউশনস বিষয়টি শুধুই দৃষ্টিগত সীমার মাঝে সীমাবদ্ধ নয় বরং আমাদের ভাবনা তথা চিন্তা চেতনা জগতের পর্যবেক্ষণে সুদূরপ্রসারী মনোভাব বিদ্যমান রাখাতে প্রয়াসী করে তুলতে সক্ষম!

Spider

Spider Simulation এ Psychological Stimulation এর দিকে একটু গভীরভাবে পর্যবেক্ষন করুন - যদিওবা আপনার মনে হতে পারে এই মাকড়সা'টির গতিবিধি বেশ বিক্ষিপ্ত এবং প্রেডিক্ট করা যায় না - তথাপি আপনিও আপনার জীবনে সফলতার প্রেক্ষাপটে প্রকৃতিতে ঐ মাকড়সার মতোই এমন উড়ে এসে জুড়ে বসার মতোই একটি প্রাণী মাত্র! সেই মাকড়সার জালের মতো প্রকৃতিতে আপনার প্রতিটি পদক্ষেপ কেমন হবে সেটা হয়তো অনিশ্চিত [আপনার লাইফের পরিস্থিতি ও পরিবেশ তথাপি প্রেক্ষাপট বিবেচনায়] তবুও আপনি ঐ মাকড়সার মতো সবর্দাই Balance বজায় রাখতে হবে - কখন জালের কোনটাতে পা দিচ্ছেন তাতে আপনার লজিক্যাল সেন্স এবং ব্যালেন্স এর সমন্বয় থাকতে হবে। ঐ মাকড়সাটি যেমন করনোই একইসাথে দুই পা দুটি দিকে এগিয়ে যাবার চেষ্টা করেনি ঠিক তেমনি আপনাকেও মানসিক বিক্ষিপ্ততা ও দ্বিচারিতা পরিহার করে কখন কোন আর কেমন পরিস্থিতির চাহিদা হয় সেভাবে এগিয়ে যেতে হবে... এমনকি আপন জাল তথা প্রকৃতিতে কখনোই এমনভাবে এগিয়ে যাবার চেষ্টা করা যাবে না তাতে সেই তাতে ফেঁসে গিয়ে আটকে পড়েন; এই জালের লুপে আটকা পড়ে কখনো একই পথে বারবার গোলকধাঁধাতে আটকে পড়া চলবে না - আপনাকে সঠিক সেন্স নিয়ে তবেই এগিয়ে যেতে হবে! একটি কাল্পনিক স্পাইডারম্যান হয়তো অনেক উচু বিল্ডিং এ আপন অলৌকিক ক্ষমতায় উঠতে সক্ষম তথাপি আপনার আশে পাশের বাস করা জীবন্ত একটি স্পাইডার বা মাকড়সা এরচেয়েও অধিক যৌক্তিক বা বাস্তব জীবনের শিক্ষা দিতে সক্ষম যা আপনাকে কেবলি রূপক নয় বরং আক্ষরিকভাবে সফল রিয়েল লাইফ Spider Man এর মতো হিরো বানাতে সক্ষম!

Winner

জীবন যুদ্ধে Winner হউন!
জীবন যুদ্ধ জীবন কোন যুদ্ধ নয় বরং জীবন হলো উপভোগের একটি সময়গত মানসিক পরিব্যাপ্তী মাত্র - তবুও বিবর্তনের প্রতিযোগিতায় টিকে থেকে ইকোসিস্টেমের কঠিন এবং কঠোর শৃঙ্খলের বন্ধনে আবদ্ধ প্রাকৃতিক নিয়মের মতোই জটিল সাইকোলজিক্যাল বিষয়গুলোতে ঠাসা আমাদের এই জীবনকে যুদ্ধ বললে হয়তো খুব একটা ভুল হয়না... এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য আপনার সুস্থ ও সাবলীল এবং অটুট মানসিক অবস্থা গুরুত্বপূর্ণ; আসুন আলোচনার আগে Winner Psychological Stimulative Simulation এ চোখ বুলিয়ে আসি..
Winner Simulation এটাকে সহজ একটি গেইম মনে হতে কিন্তু গভীরভাবে এনালাইসিস করলে আপনি দেখতে পাবেন আপনার জীবনটাও শুরু করতে হয় এমন Bank একটি স্ক্রিনে যেখানে সফলতাকে Zoom In এর মতোই টেনে আনার প্রয়াস নিতে হবে - এই যুদ্ধে ফিজিক্যাল সাইকোলজিক্যাল নানা দিক হতে বিরূপতার তীর আপনার অভিমুখে আসবে - আপনাকে সেইসব তীর বিদ্ধ করবে - আপনি সেই তীরের আঘাতে বিধ্বস্ত হবেন এবং কেঁপে কেঁপে উঠবেন তবুও আপনাকে হাল ছেড়ে দিয়ে হেরে গেলে চলবে না.... এই তীরগুলো হতে পারে আপনার জীবনের অতীত স্মৃতি গাঁথার দুঃখ - কষ্ট বা যাতনা, আপনার প্রতি অন্যের হিংসা বা বিদ্বেষ, ফিজিক্যাল আঘাত বা ভয়, অনিশ্চয়তায় দুঃশ্চিতা আর দূর্ভাবনা ইত্যাদি যতোসব নেগেটিভ ইনআরশিয়া! আপনাকে সেইসব তীরের গতিমুখ বুঝতে হবে [সমস্যার প্রকৃতি] এরপর আপনার মুভমেন্টে সেইসব প্রতিহত করতে হবে - হ্যা, তবুও সেইসব তীর হয়তো ক্ষণে ক্ষণে আপনাকে আহত করতেই থাকবে তবে আপনার আপন এই যুদ্ধে ব্যহত হয়ে থেমে যাওয়া চলবে না; আপনাকে নতুন উদ্যম নিয়ে আত্মবিশ্বাসের সহিত সামনের অনাগত প্রতিকূলত প্রতিহত করে জয়ী হওয়ার চেষ্টা করতে হবে [Winner Psychological Stimulative Simulation এ ইন্টারএ্যাক্ট করে]। ফলাফল আপনি যতোটুকু পজেটিভ ইনআরশিয়াতে উদ্ধুদ্ধ হবেন আপনার রিয়েল লাইফে ততোটাই সফলতা ও সুখের তরে স্যাটিসফেকশান গেইন করতে পারবেন। এভাবে ধীরে ধীরে এই Winner Psychological Stimulative Simulation এর মতোই [Winner Psychological Stimulative Simulation এ ইন্টাএ্যাক্ট না করলে দেখতে পাবেন] আপনি একটি সময় ঐ সব পরিস্থিতি আর প্রেক্ষাপট মোকাবিলাতে ক্যাপ্যাবল হয়ে যাবেন যখন অটোম্যাটিক্যালি আপনার ভেতর এই সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে তখন যেমনি প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি হউক না কেন ঠিকই সেগুলো মোকাবিলা করতে আপনি ম্যাচিউরড হয়ে Win গেইন করতে পারবেন। [Winner Psychological Stimulative Simulation এ ইন্টারএ্যাক্ট করাতে বোঝানো হয়েছে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে সেই যুদ্ধে জয়ী হওয়ার তাড়না এবং Winner Psychological Stimulative Simulation এ ইন্টারএ্যাক্ট না করার বিষয়টি বোঝানো হয়েছে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়ে ঐসকল প্রতিকূলতাকে প্রতিহত করে সম্মুখে এগিয়ে যেতে অভ্যস্ত ও ধাতস্থ হওয়ার প্রক্রিয়া] জীবন যুদ্ধে লাভ ক্ষতির হিসাব নয় বরং টিকে থেকে আপনার স্বমহিমা জানান দিয়ে যুদ্ধের মাঠেই বিজয়ীর বেশে নিজের পরিচয় ও পরিচিত স্থাপন করা - আপনার ইফোর্ট ও সাহসের ওপর নির্ভর করছে সফলতা আর ঐ সফলতার শেষটাতে এক সুন্দর অনুভূতিতে স্যাটিসফেকশান; আর সমস্যা? সেটা জীবনেরই এক অংশ মাত্র!

Love

ভালোবাসার অনুভূতি কেমন হয়?
ভালোবাসা "ভালোবাসা" এই শব্দটি বেশ রহস্যময় একটি শব্দ যার অর্থ সমগ্র অবিধানে ডেফিনাইট করার পরও মনে হয় যেন "নাহ...কিছুটা হয়তো বাকি রয়ে গিয়েছে" - এই ভালোবাসার অনুভূতি ক্ষেত্র বিশেষে হয়তো রোমাঞ্চকর, কখনো তা স্মৃতি ঘেরা রোমান্থন কিংবা রোমান্টিকতা ইত্যাদি। ভালোবাসা শব্দটির মূল্যায়ন করার পূর্বে এর ডেফিনেটিভ দিক'টি ফুটিয়ে তোলা অবশ্যক যেন সেটা উপলব্ধি করা সহজতর হয়... "ভালোবাসা হলো এমন এক মানবীয় অনুভূতি [শুধু মানবীয় বলাতে এটা কেবলি মানুষ প্রজাতির মাঝে সীমাবদ্ধ তা নয় বরং এটি প্রাণীকূলের অন্য সব প্রাণীর মাঝেও তাদের মস্তিষ্কের প্রকৃতি অনুসারে কমবেশী বিরাজমান কন্ডিশনস] যা বিশ্বাস, আস্থা, নির্ভরযোগ্যতায় নির্ভারতার সহিত ভালো লাগা এবং পরস্পর'কে কামনা [শুধু জৈবিক নয় - এটার বিস্তৃত পরিধী বিদ্যমান] এর প্রয়াস - যাতে উভয়ের প্রতি এক আকর্ষণী প্রভাব ও প্রভাবন প্রক্রিয়ার স্থিতিশীলতা বিরাজমান থাকে"। যদিও ভালোবাসার অবস্থা ও অবস্থান - প্রেক্ষাপট - সময় - চাহিদা ও প্রয়োজন ইত্যাদি বিভিন্ন বিষয়ে মানসিকতা স্বাপেক্ষিক এক সাইকোলজিক্যাল ভাবনা; তথাকি আমরা অপ্টিক্যালি ভালোবাসার এই বিষয়টি যদি একটু ফুটিয়ে তুলতে চাই তবে Love Simulation হতে আমরা দেখতে পাই একটি ❤️ যেন একটি নির্দিষ্ট সময় পরপর বিটের মতোই স্পন্দিত হচ্ছে - ঠিক তেমনি ভালোবাসার অনুভূতি নানা কারনে [সেটা হতে পারে হারিয়ে ফেলার ভয় / কামনার প্রয়াস / সর্বদাই ভালো লাগার অনুভূতিতে কাছে থাকার উতলা মানসিকতা / কৌতূহলী আগ্রহের মতো রহস্যময়ী মানসিক অবস্থিতি ইত্যাদি] আমার মন তথা মস্তিষ্কে হরমোনাল কারনে এক স্পন্দন তৈরী করে - অন্যদিকে ব্রেইনের সকল ক্রিয়া'ই তো মূলত ইলেকট্রিক ইম্পালসিভনেসে নিউরোট্রান্সমিশন প্রক্রিয়ার একরূপ তরঙ্গ মাত্র। এখানে ঐ ❤️ এর আশ পাশ জুড়ে বিস্তৃত আছে এক লাল আভা সেটি মূলত ভালোবাসায় ছড়িয়ে থাকা মস্তিষ্কের আবেগ ও অনুভূতির এক প্রচ্ছন্ন আবেশ - এটিকে অবসেসিভনেস এর সহিত তুলনা করা চলে [অসুস্থতা নয় বরং এক সাইকোলজিক্যাল কন্ডিশন বোঝাতে] - এই ❤️ এর বিটিং নির্ভর করে আপনার ভালোবাসার পরিস্থিতি যা প্রেক্ষাপট নির্ভর - কখনো কখনো এটি হয়তো সময়ের সাথে ব্যক্তিত্বের দরূণ বিরূপ অবস্থায় প্রায় শূন্য এর মতোই হয়ে যেতে পারে - তখন আমাদের মনে হয় এই বুঝি ভালোবাসা নিঃশেষ হয়ে গেলো; ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তবুও ঐ ❤️ এর আশে পাশে বিরাজমান আভা এর মায়া ও মোহ অবস্থিতি ঠিকই থেকে যায় - তাইতো বিরহ বা বিচ্ছেদে যে আপাত শূন্য স্পন্দনহীন Love Beat সেটা হয়তো তড়িৎ এক স্পন্দনে অতীত ভালোবাসার মেমরী ReCall প্রক্রিয়ায় অদ্ভুৎ যাতনায় উদয় ঘটায়! কিংবা দীর্ঘদিন বিরহ বা বিচ্ছেদ থাকার পরও ঐ ভালোবাসার আভা আমাদের মস্তিষ্কে স্মৃতি রোমান্থনে নানান আবেগী ভাবনার উদয় ঘটায় - সেই ভাবনাতে অবসেসিভনেস থেকে মনে মনে অতৃপ্ত ভালোবাসার স্বপ্ন সাজিয়েও অনেকে স্যাটিসফেকশান লাভ করে বৈকি! এই ❤️ এর অবস্থিতি কখনোই আমাদের মন হতে চিরতরে মুছে যায় না - যদিও সময় স্বাপেক্ষ পরিস্থিতি অনুযায়ী আমাদের মস্তিষ্কে সেটার আকার কমে যেতে পারে - স্পন্দন হ্রাস পেতে পারে - ঐ আভার আচ্ছন্নতা ম্রিয়মাণ ও মলিন হতে পারে; তবুও মানুষ মাত্রই উহার খানিক রেশ রয়ে যায় বটে!

Looping Infinity

মানসিক গোলকধাঁধা থেকে মুক্ত হউন!
যদি সহজভাবে বলা হয় অসীম কি? তবে এটার সহজ উত্তর হবে অন্তত যার অন্তত পরিমাপগত সীমানা নেই; অন্যদিকে যদি প্রশ্ন করা হয় গোলকধাঁধা কি? তাহলে এটার উত্তর হবে এমন একটি অবস্থা যাতে একই বিষয়ে পুনঃপুনঃ অবস্থিতির অবস্থানে একটু Looping এর মতো অবস্থা। আচ্ছা আপনি যদি এখন অসীম এবং গোলকধাঁধা বিষয়টির পরস্পরের সাথে একটু রিলেট করেন তবে দেখতে পাবেন একটি সসীম অবস্থাতেই পুনঃপুনঃ ঘটন ক্রিয়ায় মুভঃমেন্ট যেন এক অসীম অবস্থান (ইনফিনিটি তৈরী করছে) - সমীমের মাঝেই অসীমের বসবাস যেন এক গোলকধাঁধায় অবকাশ।
Looping Infinity Simulation এর সাইকোলজিক্যাল এনালাইসিস উপরের Looping Infinity Psychological Stimulative Simulation হতে আপনি দেখতে পান যে একটি লাল বৃত্তাকার বল একটি ইনফিনিটি চিহ্নের মাঝে নিয়ত ঘুরপাক করছে - এমনটি চলতেই থাকবে; যদিও এই ∞ [লুপিং] অংশটির একটি নির্দিষ্ট দৈর্ঘ্য বিদ্যমান তবুও এটার এরূপ অবস্থিতিতে ঐ লাল বৃত্তাকার বলটির মুভমেন্ট যেন স্বাপেক্ষিকভাব এক রিলেটিভিট অসীমত্বের বন্ধনে আটকে পড়েছে - একটা গোলকধাঁধা এর মতোই! ঠিক এমনি অনেকসময় আমাদের মানসিক অবস্থার অবস্থিতি হয় যেন তাতে আমরা কোন একটি নির্দিষ্ট বিষয়ে একটি সীমিত ভাবনাতে অভারথিংকিং এর সহিত লজিকহীন নানান আবেগী অনুভূতি'তে এতোটাই অবসেসিভ হয়ে থাকি তাতে ঐ সাবজেক্টের থিংকিং'ই যেন বারবার এবং বারংবার আমাদের চিন্তা জগতে প্রচ্ছন্নতায় গোলকধাঁধার উদ্ভব ঘটায়... এই গোলকধাঁধা আপনার সুখ উপলব্ধি ও সফলতা লাভের পথে বড্ড এক প্রতিবন্ধকতা তাই এই গোলকধাঁধা হতে যুক্তির মাধ্যমে ঐ ∞ এর সুতার বন্ধন কেটে আপনাকে মুক্ত হতে হবে - এটিই সমধানের অন্যতম উপায়!

Flash

আপনার মাইন্ড'কে ফ্ল্যাশ করুন!
ফ্ল্যাশিং যদিও ফ্ল্যাশিং শব্দের নানারূপ অর্থ বিদ্যামন তথাপি স্বাভাবিকভাবে যেকোন ইলেকট্রনিকস ডিভাইস বিশেষত মোবাইল ফোন বা মেমরী চিপ ফ্ল্যাশ করতে বোঝায় উক্ত ডিভাইসের সকল ডাটা যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নে বিন্যস্ত থাকে উহার পুনঃসজ্জার মাধ্যমে পুনঃস্থাপন প্রক্রিয়া যাতে ডিভাইসটি পূর্বের চেয়ে তুলনাকমূলক অধিক কর্মক্ষমতাতে ক্রিয়াশীল হতে পারে। অন্যদিকে ক্যামেরার ফ্ল্যাশ একটি তীব্র আলোর ক্ষণিক অবস্থিতি মাত্র। মাইন্ড ফ্ল্যাশিং মাইন্ড ফ্ল্যাশিং মূলত আপনার মনের অপ্টিক্যাল নার্ভ'কে একটি নির্দিষ্ট সময়ে দ্রুততম দুটি ভিন্নতর আলোক উপস্থিতি [সাধারণত এখানে কালো এবং সাদা] -তে আপনার ব্রেইনে এক প্রকার ধাক্কা তৈরী করা; এই ধাক্কা মূলত আপনাকে মানসিকভাবে এমন এক Thrust তৈরী করবে যা অবচেতন মনের বিক্ষিপ্ততায় অবসেসিভ মানসিকতা হতে বের হয় বাস্তব চিন্তায় আপনাকে প্রভাবিত করবে এবং পজেটিভ ইনআরশিয়া প্রলুব্ধ হউন। Flash Simulation এর Stimulation স্ক্রিনের প্রতি তাকিয়ে আপনার অপ্টিক্যাল অনুভূতির সহিত আপনার অবসেসিভ মানসিকতার চিন্তা চেতনার প্রচ্ছন্নতা হতে যথাসম্ভব আউটকাম করার চেষ্টা করুন - এতে বাস্তবতা আপনার সামনে এমনভাবে প্রতীয়মান হয় যেন তাতে আপনি ইনফ্লুয়েঞ্জ হতে পারেন - অবচেতন অবসেসিভনেস হতে মুক্তি পেতে এই সাইকোলজিক্যাল ফ্ল্যাশিং বিষয়টা কার্যত আপনার জন্য ইফেক্টিভ ও ইমপ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারে।

Hope Light

আপনার মনে আশার আলো জাগিয়ে তুলুন!
আপনার মনে আশার আলো জাগিয়ে তুলুন - নাহ, বিষয়টি একদমই মোটিভেশনাল কোন গল্প নয় বরং একটি সিমুলেশানের মাধ্যমে আপন মনে আশা আলো জাগিয়ে তোলার প্রয়াস বিশ্লেষণ করবো। চলুন Hope Light Psychological Stimulative Simulation দেখে আসি...
Hope Light Simulation এর স্ক্রিনে উজ্জ্বল আলোক প্রজ্বলন শুরু হতে কিছুটা সময় নিচ্ছে - হ্যা, আপনার জীবনেও কোন একটি বিষয়ে সফলতার জন্য তাতে আশার আলো উদয় হতে সময় নিবে - এখানেই প্রয়োজন হবে আপনার ধৈর্য্যের সহিত একাগ্রতায় নিষ্ঠাবান থাকা; আপনি যে বিষয়ে সফল হতে চান তাতে সফলতার প্রয়োজন হবে একটানা লেগে থাকার অটুট মানসিকতা তথা অধ্যবসায় - এরপরই দেখতে পাবেন ধীরে ধীরে আপন মনের আপনার উক্ত বিষয়ে সফলতা লাভের প্রত্যয়ে আলোকিত এক আশার আলো! সেই আশার আলো একবার জ্বালাতে পারলে তা কখনোই তা আপনা আপনি নিভে যাবে না বরং আপনার কর্ম তৎপরতায় সেটা আরও স্থায়ীভাবে আপনার জীবন আলোকিত করে সামনে সম্মুখপানে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে.... তথাপি এই আশার আলো একই আলোক উজ্জ্বলতায় হয়তো ধ্রুবভাবে জ্বলতেই থাকবে না - এটা সময়ের সাথে সাথে নিভু নিভু করবে বটে তবে আপনার ঐকান্তিক প্রচেষ্টা ও প্রয়াস আপনার আশার আলো জ্বালিয়ে রাখতে সর্বদাই আত্মপ্রত্যয়ী মানসিকতা অটুট মনোবলে প্রয়াসিত হতে আপনাকে নিত্য অনুপ্রাণিত করে যাবে....

Black Hole

আপনার মনের দুঃখগুলো Black Hole এ হারিয়ে যাক!
আপনার মনের দুঃখগুলো Black Hole এ হারিয়ে যাক - কথাটি শুনতে নিতান্তপক্ষে হাস্যকর মনে হলে সাইকোলজিক্যালি বিষয়টির তাৎপর্যপূর্ণতায় এভাবে কল্পনা করুন যেন Black Hole Simulation এর স্ক্রিনের প্রতি তাকিয়ে ভাবতে থাকুন মধ্যখানের কালো বৃত্তাকার অংশটিতে আপনার মনের এতোদিনের জমে থাকা সকল রাগ, ক্ষোভ, হিংসা, ঘৃনা, দুঃখ আর কষ্টের যাতনাগুলো চুষে নিচ্ছে - এভাবে আপনার নেগেটিভ ইনটেনসিভ বিষয়গুলো অন্ধকার কালো'তে হারিয়ে গিয়ে আপনার মন'কে প্রকারান্তরে এক প্রকার রিফ্রেশনেসে অবমুক্তি ঘটাচ্ছে; এই নির্মল নির্মোহ প্রক্রিয়াতে আপনি নতুন করে সাইকোলজিক্যাল পজেটিভ এনার্জিতে নিজেকে পরিপূর্ণ করে সুখ ও সফলতার তরে সম্মুখে এগিয়ে যেতে প্রয়াসিত হচ্ছেন....

Rain

আসুন ভার্চুয়াল বৃষ্টিতে আপন মন'কে সিক্ত করি!
প্রকৃতির অপূর্ব এক বিচিত্রিতা হলো বৃষ্টি যেখানে সুবিশাল আকাশ হলে বিন্দু বিন্দু জলের বারিধারায় শীতল ছোয়া ছড়িয়ে পড়ে চারিদিক - আর তখনই আমাদের অবচেতন মনের অবেগ ও অনুভূতি যেন নস্টালজিয়াতে হারিয়ে যেতে চায়... আসলে এটি হিউম্যান সাইকোলজির মানব মস্তিষ্কের এক প্রতিক্রিয়া মাত্র যখন প্রকৃতির সহিত আত্মস্থকরণে আমাদের মনের অবচেতন অনুভূতিগুলো একরূপ বিকশিত হওয়ার প্রয়াস পায় - তীব্র কঠিন রৌদ্র যেমন কঠোর লজিকের মতোই কাটখোট্টা তেমনি বিপরীতে প্রক্রিয়াতে বৃষ্টি যেন আমাদের আপন মনের সুশীতলতায় এক সূক্ষ রিফ্রেশমেন্টের সহিত আদ্রতা!
Rain Simulation এর মাধ্যমে আপনি অপ্টিক্যালি বৃষ্টির প্রবাহমান ধারা এবং হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে প্রকৃতির বৃষ্টির মতোই এক ভার্চুয়াল এনভায়রনমেন্ট উপলব্ধ হওয়ার চেষ্টা করতে পারেন - তাতে আপন অবচেতন মনের নির্লিপ্ত বৃষ্টিভেজা অবগাহন হয়তো আপনাকে নস্টালজিয়ার সাথে সাথে দারুণ অনুভূতিতে আপনার মনকে ছুয়ে যাবে....

Mind Candle

আপনার মনের ঘরে আলোক বাতি জ্বালান!
অবচেতন মনের আঁধার আমাদের অবচেতন মনের অতৃপ্ত বাসনায় কতো দুঃখ-কষ্ট কি ক্লেশ জমাট বেঁধে থাকে - সেখানে থাকে রাগ, ক্ষোভ কিংবা হিংসার মতো নেগেটিভ ইনটেনশনাল ইনআরশিয়া; আমাদের মনের এই নিত্য অবস্থিতি যদিও অস্বাভাবিক নয় তবুও এইসকল অনুভূতিগুলো আমাদের মন'কে ভারাক্রান্ত করে রাখে। মানুষের এই অবচেতন মনের বদ্ধ ঘর আলোকিত করা প্রয়োজন কেননা এই সাবকনশিয়াস মাইন্ডরে রিফ্রেশ মেন্টাল কন্ডিশন সফলতা লাভের তরে অনুপ্রেরণা যোগায় এক্ষেত্রে Mind Candle Psychological Stimulative Simulation কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
Mind Candle Simulation এর স্ক্রিনে জলন্ত মোমবাতির শিখার প্রতি মেডিটেটিভ মানসিকতায় তাকিয়ে আপনার মনের ভেতর জমে থাকা জমাটা যাবতীয় নেগেটিভ ইনআরশিয়া তথা রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট প্রভৃতি যাতনা যা আপনার মনটাকে অবরুদ্ধ করে রেখেছে কিংবা অন্ধকারে আচ্ছন্ন করে রেখেছে সেটা দূর করার চেষ্টা করুন। এমনভাবে ভাবুন যে কম্পমান আলোক শিখা আপনার মনের নেগেটিভ ইনটেনশন'সমূহ দূর করে দিচ্ছে - আলোকিত হচ্ছে আপনার মনের অবচেতন অংশ যা কিনা আপনাকে সফলতা ও সুখ লাভের তরে নিয়ত প্রয়াসী করে তুলবে...

Mind Canvas

আপন মনের মুক্তি ঘটান ক্যানভাসে!
আপন মনের মুক্তি ঘটান ক্যানভাসে - কথাটি সাহিত্যিক বা রূপকভাবে ফুটিয়ে তুলতে বলা হয়নি বরং আমাদের অচেতন মনের যেসব অতৃপ্ত ইচ্ছা বা বাসানগুলি আছে সেগুলির এক প্রকার অবমুক্তি ঘটানোর প্রয়াস! বন্দী অবচেতন মন আমাদের কনশিয়াস মন সর্বদাই লজিক্যাল এনালাইসিস আর অংকের জটিল সমীকরণে লাভ লসের হিসাবে আপন অবচেতন মনের অনেক সুপ্ত ইচ্ছাকেই একরূপ বন্দী করে রাখে; স্বাধীন মানুষ হয়েও সেইসব লজিক্যাল যুক্তিগুলো আমরা এড়াতে পারি না কেননা মানুষ একটি প্রাণী হিসেবে সবসময়ই যুক্তনির্ভরতাকে অধিক প্রেফার করি - অন্যদিকে এই যুক্তির যাঁতাকলে আপন মনের নির্লিপ্ত ইচ্ছাগুলো যেন একরূপ অবচেতনে আটকা পড়ে যায় - আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না কোথায় যেন আর কি যেন মিসিং হচ্ছে....
অথচ সেই অবচেতন মনের মিসিং ফিলিংসগুলোর তাড়না ঠিকই আমাদের যাতনা দিয়ে যায়! Canvas Psychological Stimulative Simulation Canvas এমন একটি Psychological Stimulative Simulation সিস্টেম যেখানে আপনি আপন হাতের স্পর্শে আলোক রঙ্গিন যা ইচ্ছা তাই করার এক মুক্ত অনুভূতি পেতে পারেন; আপনার মনের যেসব অবচেতন অনুভূতি সেগুলো আপন মনে স্মৃতির পাতায় ভাবতে ভাবতে ক্যানভাসে হাতের স্পর্শ রঙ্গিন আলোক বর্নালীতে আলোকিত করতে থাকুন - যতোক্ষণ না অবধি সেই অনুভূতির তাড়না তৃপ্ত হচ্ছে! এটা অবশ্যই আপনার আপন মনের যাবতীয় ইচ্ছাগুলোর ফিজিক্যাল বহিঃপ্রকাশ নয় তবে সাইকোলজিক্যালি এতোটুকু "যা ইচ্ছা তাই - যেমন ইচ্ছা তেমন - যেভাবে খুশী সেভাবে" এভাবে ভাবলে আপনার আপন অবচেতন মনের কিঞ্চিৎ হলেও একটু মুক্তির তরে স্বাধীনতার আস্বাদন পেতে পারে। Canvas Simulation তে আমরা আমাদের অবচেতন মনের এই মুক্তি বা আপন অনুভূতির বহিঃপ্রকাশে যে উদ্দীপনার প্রয়োজন অনুভব করি সেটা খানিকটা হলেও হয়তো এটা আপনার মন'কে একটু রিফ্রেশ করে রিলাক্স হওয়ার প্রয়াস যোগাতে পারে - আপন মনের আকিবুকিতে কল্পনার তরে যে রেসপন্স সেটাও হয়তো আপনাকে খানিক প্রশান্তি যোগাবে.....
আপন অবচেতন মনের অবমুক্তির প্রশান্তি'ই সুখ লাভ ও সুখী হওয়ার পরিতৃপ্তি যোগায় সেখানে আপনার মনের দুয়ার উন্মুক্ত করে যা ইচ্ছা তাই করার এক ভার্চুয়াল ক্যানভাসে স্বাধীনতার উন্মাদনা হয়তো মানসিকভাবে আপনাকে স্যাটিসফেকশান যোগাবে!

MindScope

আমরা কতোটুকু দেখতে ভালোবাসি?
আমরা কতোটুকু দেখতে ভালোবাসি? - কথাটা হয়তো খুবই অযাচিত রকমের বোকা বোকা মনে হতে পারে তথাপি আসলেই আমাদের দৃষ্টিসীমার মাঝে থেকেও আমরা সাবজেক্টলি কোন বিষয়ের একটি নির্দিষ্ট রেইঞ্জ অবধি দেখতে পছন্দ করি - এরচেয়ে কম হলে সেটা যেমন দৃষ্টিগ্রাহ্যতা হারায় তেমনি বেশী হলে তেমনি অর্থহীনতায় মূল্যায়ন হারায়! আমাদের সাইকোলজিক্যাল দৃষ্টি সীমানা আচ্ছা বিষয়টি আরেকটু সহজভাবে উদাহরণসহ যদি বলি আকাশের ঐ দূরের নীল উজ্জ্বল নক্ষত্র খোলা আকাশে গভীর গাঢ় রাতের অন্ধকারে কেমন লাগে? অবশ্যই সেটা আপনার মন জুড়িয়ে দেয় তাইনা?! অথচ সেই নক্ষত্রই যদি টেলিস্কোপ এমনভাবে Zoom In করা হয় তাহলে সেটির পৃষ্ঠদেশ দেখতে হয়তো আপনার ভালো লাগবে না - এটলিস্ট সেই মুগ্ধ করার মতো অনুভূতি আর রইবে না। আবার Zoom Out করতে করতে একটি সময় হয়তো তা আমাদের দৃষ্টিতে অদৃশ্য হয়ে যাবে! আচ্ছা এবার ভাবুন তো আপনার ভালোলাগার সেই ভালো মানুষটার কথা যার প্রতি প্রীতি আর ভালোবাসায় আপনার এতো আবেগ ও অনুভূতি... যে মানুষটার মুখের অবয়ব আপনার মন কেড়ে নেয় সেই মানুষটার মুখের ব্রণের মাঝে জমে থাকা পুজ কি আপনার ভালো লাগবে কিংবা আপন দৃষ্টিতে সেটা সুখকর ভালো লাগার অনুভূতির জন্ম দিতে পারবে? MindScope Psychological Stimulative Simulation কথাগুলো বেশ বেখাপ্পা টাইপের মনে হতে পারে - তথাপি আসুন MindScope Psychological Stimulative Simulation দিকে আলোকপাত করি; এরপর না হয় আলোচনা করা যাবে...
MindScope Simulation তে আপনি Zoom In এবং Zoom Out করে একটি চিত্রের কোন একটি নির্দিষ্ট অংশ যথাক্রমে এতোটাই নিকটে এনে অপ্টিক্যাল ভিউ করতে পারেন যখন একটি সময় সেটি ঐ চিত্রের আসল বৈশিষ্ট্য প্রকাশক চিহ্ন হারাবে - আবার আপনি যদি Zoom Out করেন তবে একটি সময় তা ক্ষীণ হতে হতে এতোটাই ন্যারো হয়ে যাবে যা আপনার দৃষ্টিগ্রাহ্যতা হারাবে [এই বিষয়টি আপনি Simulation এর Up/Down/Left/Right সব ক্ষেত্রেই মুভমেন্ট করাতে পারবেন]। Significance আমরা যে শুধু চোখ দিয়ে দেখি সেটা শুধুই চোখ বা অপ্টিক্যাল নার্ভের ক্রিয়া নয় বরং এটার সহিত জুড়ে আছে ব্রেইনের ইলেকট্রিক ইম্পালসিভ সিগন্যালে জেনারেট হওয়া তেমনি সেন্সেশন যা কিনা সাইকোলজিক্যালি আমাদের উদ্দীপিত করে এমনভাবে যেন - আমরা সহজাতগতভাবে ততোটুকুতেই সৌন্দর্য এবং অর্থবহতার মূল্যায়ন করি যেমনটা আমাদের ব্রেইনের প্যাটার্নে মানসিকতার গ্রাফ - তাতে সেই দৃষ্টিসীমানার এপারে কি ওপারে আমাদের একই সাবজেক্টেই আমাদের ভালো লাগা ও গ্রাহ্যতা হারায়... আপনি বা আমি এবং আমরা ততোটুকুই দেখতে ভালোবাসি যা আসলে আমরা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করি - তবে এই বাইরে বা ভেতরেও থাকতে পারে আরও কিছু সেইসব ভালোবাসায় যখন আগ্রহ জন্মাবে তখন হয়তো আপনি আরও গভীরভাবে ভাবতে সক্ষম হবেন....মেটাফোরলি চোখের দেখা সে তো এক মস্ত সাইকোলজিক্যাল ইলিউশান আরকি!

Bondhon

প্রিয়জনের বন্ধন কিভাবে সুস্থভাবে টিকিয়ে রাখবেন?
পৃথিবীতে মানুষের অন্যতম মাহাত্ম্য বা বৈশিষ্ট্য এটাই যে একে অপরের প্রতি বন্ধন - সেটা হউক পরিবার কিংবা আত্মীয় বা অনাত্মীয় অথবা রক্তের সম্পর্ক কিংবা আবেগ বা অনুভূতির পারস্পরিক রিলেশনশিপ; এই বন্ধন তথা রিলেশনশিপ'কে অটুট ও অক্ষুণ্ণ রাখতে আমাদের মনোযোগ ও গুরুত্ব দেওয়া উচিত কেননা একটি সুস্থ সম্পর্ক আপনার জীবনে নির্ভরতার সহিত নির্ভারতায় অপার সুখের সহিত স্থিতিস্থাপকতা প্রদান করে। আমরা অনেকেই সম্পর্কের এই বিষয়টা নিয়ে নানান সাইকোলজিক্যাল সমস্যাতে ভুগে থাকি - যা সম্পর্কের অটুট অবিচ্ছিন্নতার দিকটিকে নড়বড়ে করে দেয়; নিচের Bondhon Simulation হতে আপনি অপ্টিক্যালি এই বিষয়টির সাইকোলজিক্যাল রিয়েলাইজেশান অনুভব করতে পারেন যে একটি সম্পর্ক'কে সুস্থভাবে টিকিয়ে রাখতে ঠিক কি কি নিয়ামক ভূমিকা পালন করে - এবং এইসব নিয়ামক ভূমিকার কোনগুলো আপনার মাঝে অনুপস্থিত যা আপনি নিজেকে সংশোধন করে আপন সম্পর্কের অটুট ধারাবাহিকতা রক্ষা করতে সচেষ্ট হতে পারেন; এমনকি যদি আপনার জীবনে কোন কারনে কারোর সহিত সম্পর্কের বিচ্ছেদ হয় তবে ঠিক কি অথবা কোন কোন ফ্যাক্টের কারনে এমনটা হয়েছে সেটাও বিচার করতে পারেন তদুপরি আপন কোন ফ্যাক্ট তাতে দায়ী ছিলো কিনা সেটারও জাস্টিফিকেশান করতে পারেন বটে....

Life Time

আপনার জীবনের আর কতোটুকু সময় বাকি আছে?
নাহ এটা কোন ভবিষ্যতবানীর মতো প্রশ্নসূচক বাক্য নয় বরং বেশ ভয়ংকর ভীতি ধরানো একটা বাক্য বটে - আপনার জীবনের আর কতোটুকু সময় বাকি আছে? হ্যা, হয়তো আমরা আমাদের জীবনের শেষের সীমানা তথা মৃত্যু কখন হবে সেটা জানি না তবে আপাতভাবে একটি Maximum সংখ্যাগত মান নিশ্চয়ই বিবেচনা করতে পারি যে এতো বছর আপনি বেঁচে রইবেন - সেটা অবশ্যই ডিপেন্ড করে আপনার পরিবেশ, পরিস্থিতি, স্বাস্থ্য, জেনেটিক্যাল বিষয় ইত্যাদি ফ্যাক্টের ওপর; তবুও গড় আয়ু আর সর্বোচ্চ আয়ুরেখা তথাপি বংশীয় রেকর্ড বিবেচনায় একটি আপাত সংখ্যাগত মান নিশ্চয়ই ধরে নেওয়া চলে [যা সর্বোচ্চ সম্ভাব্যতার ইন্ডিকেশন করবে] এরপর সেই মান নিচের Life Expectation এর ঘরে বসিয়ে এবং আপনার বর্তমান বয়স Your Age এ বসিয়ে Show Me তে ক্লিক করলেই Red ব্লকে আপনার অতিবাহিত জীবনকাল এবং ফাঁকা ব্লকে আপনার অবশিষ্ট জীবনের সময়টুকু দেখতে পাবেন.....
Life Time Simulation বিষয়টিকে স্রেফ মজার ছলে একটি ক্যালকুলেশান ধরে নিলেও আপনি যদি একটু গভীরভাবে উপলব্ধি করেন নিজের চোখে দেখা এই Life Time Psychological Stimulative Simulation আপনার অবশিষ্ট জীবনের সময়কালের একটি সম্ভাব্য স্বরূপ আপনাকে আপন চোখে দেখিয়ে দিচ্ছে - অবশিষ্ট এই জীবনকাল কিভাবে স্যাটিসফেকশান সুখ এর সফলতার সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়ার পরিব্যাপ্তী সেটা আপন চোখের অপ্টিক্যাল সেন্স হতে ব্রেইনের নিউরন সেলের উদ্দীপনায় রূপান্তর ঘটতে পারে.... জীবনটাকে উপভোগ করুন সুখ ও সফলতার তরে - শুভকামনা রইলো।

Run

জীবনের রেসে না দৌড়েও জেতা যায়! প্রারম্ভিকতা জীবনের রেসে না দৌড়েও জেতা যায় - কথাটা কিছুটা কৃত্রিমতাপূর্ণ বা ধূর্ত মনে হতে পারে - তবে মানুষের জীবনের এমন অনেক সময়ই আসে যখন কারোর পরিস্থিতি ও পরিবেশ স্বাপেক্ষে দৌড়েও সফলতা লাভ করাটা সম্ভবপর হয়ে উঠে না - সময়ের সাথে সাথে পরিস্থিতির চাহিদা ও প্রয়োজন আপনাকে নিশ্চিতভাবেই অবশ্যম্ভাবী পরাজয়ের দিকেই ধাবিত করবে ঠিক তখনই আপনার জন্য প্রয়োজন হবে এই ছোট্ট অথচ ক্রিয়াশীল লাইফ হ্যাক'টি! Run Psychological Stimulative Simulation আসুন সবার আগে Run Psychological Stimulative Simulation টি গভীরভাবে দেখি...
Run Simulation এখনে মূলত কোন বালক দৌড়াচ্ছে না বরং পেছনের ফ্রেমটি এমনভাবে মুভ করানো হচ্ছে যাতে অপ্টিক্যাল ইলিউশনে মনে হচ্ছে বালকটি দৌড়াচ্ছে - এটি কেবলি এনিমেশনে প্রকাশ পাওয়া স্রেফ একটি ইলিউশান নয় বরং এটিকে আমরা আমাদের বাস্তব জীবনের সাথে পরিস্থিতির প্রয়োজনে রিলেট করতে পারি - যখন আমাদের জীবনে সময়ের পরিক্রমা টিকে থাকতে জয়ী হওয়া প্রয়োজন!
Significance
আমাদের জীবনে এমন ঘোরতর বিপদের সময়ে যদি পরিবেশে ও পরিস্থিতি স্বাপেক্ষ প্রয়োজন এমনই হয় যখন সময়ের স্বাপেক্ষ দৌড়ে জেতা সম্ভব নয় তখন এই Run Psychological Stimulative Simulation এর মতোই আপনাকে স্থির থেকে আপনার পরিস্থিতি ও পরিবেশ'কে এমভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করতে হবে যাতে যেটার স্বাপেক্ষ আপনি সফলতা লাভ করেন - অন্যকথায় সফলতা আপনা আপনি আপনার নিকট আসতে বাধ্য হয়! কোন কোন বিপদ বা আপদের পরিস্থিতি ও পরিবেশ কেমন সেটা বিভিন্ন ফ্যাক্ট স্বাপেক্ষ হতে পারে তবে সময়ের সাথে সেটাকে আপনার উদ্দ্যেশে ব্যবহার করে সফলতা লাভের এই প্রক্রিয়াটা শিরোনামের মতোই খানিক চাতুর্যপূর্ণ মনে হলেও এটাই আপনার জীবনের তাৎপর্য বয়ে আনতে পারে - নিজেকে নিজের লাইফের জন্য হিরো হতে পরিবেশ বা পরিস্থিতি হয়তো আপনাকে ভিলেইন তকমা দিতে পারে - তবে আপন জীবনে আপনার আপন আপনি ছাড়া আর কে বলুন তো? সেথায় এমন ডীপ সাইকোলজি'ই হতে পারে সমাধন কিংবা সময়ের শ্রেষ্ঠ বন্ধু! কনক্লুশন বৈচিত্রময় জীবনের নানান প্রয়োজন একটা গিরগিটি যেমন আপন বর্ণ লুকিয়ে পরিবেশের সাথে খাপ খাওয়িয়ে টিকে থাকাটাই জীবনের স্বার্থকতায় তার বৈশিষ্ট্য সেখানে বাস্তব জীবনেও বর্ণচোরা গিটগিটি না হয়েও এই সহজ বিষয়টি আয়ত্ব করা এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করে সাইকোলজিক্যালি জীবনের পথে না দৌড়ে সেই রেসে বিজয় অর্জন করা সম্ভবপর!

Moment

আপনার জীবনে সময়ের মূল্য উপলব্ধি করুন
জীবনে সময়ের মূল্য কতোটুকু সেটা আসলে মোটিভেশান বা উদেশবাণী কিংবা হয়তো মাঝে মাঝে এমন সিচুয়েশান আসে যখন পরিস্থিতি আমাদের জানান দেয় বুঝিয়ে দেয় সময় কতোটা মূল্যবান এবং সেটা দ্রুতই আপনার জীবনকাল হতে সামনে অগ্রসর হচ্ছে এবং মৃত্যুর দিকে ধাবিত অবস্থাতে একরূপ ফুরিয়ে আসছে.... কথাগুলো হয়তো আমরা শুনি ও বুঝি তবে উপলব্ধি করার মতো আয়াস থাকে না - কেননা আমরা এগিয়ে যাওয়া সময়ের সাথে তাল মেলাতে না পেরে যখন অনেক সময় পিছিয়ে পড়ি তখন তাতেই স্থির হয়ে আপন স্থবিরতায় নিজেদের অবস্থা ও অবস্থানে একরূপ নির্লিপ্ত হয়ে যায়। Time Psychological Stimulative Simulation আসুন Time Psychological Stimulative Simulation হতে আমরা এতোটুকু স্টপওয়াচের মতো Play বাটনে ক্লিক করলে দেখতে পাবো সময় কিভাবে এবং কতোটা দ্রুত মুহূর্ত আকারে চলে যাচ্ছে - আপনার জীবন হতে সময় ফুরিয়ে আসছে; তা হতে হয়তো আপনি আপনার জীবনের সম্মুখে সফলতা ও সুখের পানে এগিয়ে যেতে প্রয়াসী হবেন।
Moment Simulation এর Time Psychological Stimulative Simulation আপনাকে ভিজ্যুয়ালি উদ্দীপিত করতে পারে সময়ের মূল্য বোঝার ক্ষেত্রে - যেটার পরিপূর্ণ উপলব্ধি হয়তো আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ও গুরুত্ববহ একটা পদক্ষেপ গ্রহনে সহায়ক ভূমিকা পালন করবে।

Mind Math

Mind Math এর মাধ্যমে আপনার জীবনের সমস্যা সমাধানের উপায় খুঁজে পান!
আমাদের জীবনে যদিও সিংহভাগ মানুষ'ই গণিত বিষয়টা অবচেতনভাবে এড়িয়ে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কেননা সেটি আমাদের সমস্যার মুখোমুখি করে - তথাপি আমাদের জীবনের প্রায় সকল পার্থিব সমস্যার সমাধান গাণিতিক উপায়ে লজিকের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে করা সম্ভব। Mind Math Simulation হতে দেখা যায় একটি সাধারণ গাণিতিক সমস্যা [ + - =3] এর সমাধান প্রকল্পে আমরা ফাঁকা স্থানে যথাক্রমে X,Y,Z বসিয়ে নিলে সমীকরণটি হয় X+Y-Z=3 হতে হলে X=1, Y=2 এবং Z=0 হলে 1+2-0=3 হয়; আবার একইভাবে উপরোক্ত সমীকরণটি X=2, Y=3 এবং Z=2 হলে 2+3-2=3 হতে পারে। Mind Math Utilization এখানে দেখতে পাচ্ছেন "সমস্যা" একটিই এবং সমাধানের উপায়ও একটি তথাপি তা সমাধানের নানান উপায় থাকতে পারে - আমাদের পার্থিব জীবনেরও সকল সমস্যাতে সমাধান বা লক্ষ্য যদিচ একটিই তবে তাতে সমাধানের নানান পথ অবলম্বন করা যেতে পারে; আমাদের শুধুমাত্র সেইসব উপায় খুঁজে বের করতে হবে এবং সেগুলো ঐ সমস্যার সিচুয়েশন (অন্যভাবে বললে গাণিতিক সমীকরণের শর্ত যেমন +/- ইত্যাদি) স্বাপেক্ষ পদ্ধতি অবলম্বন করতে হবে। উপরোক্ত গাণিতিক সমীকরণে X,Y,Z এর মান আরও ভিন্ন ভিন্ন হতেই পারে - তথাপি সেগুলোর সঠিক শর্তাধীন ইমপ্লিমেন্টেশনে সঠিক মান অবশ্যই পাওয়া যাবে - যেমন জীবনের নানান সমস্যার বিভিন্ন উপায়ের অভিন্ন সলিউশন; এখানে আপনার + এবং - এর গাণিতিক ফ্যাক্ট'কে আমরা এভাবে উপস্থাপন করতে পারি যেন "আপনার সমস্যা সমাধানে কর্ম পরিকল্পনাতে লজিক (+) যুক্ত করুন এবং যাবতীয় নেগেটিভ ইনটেনশন (-) বিয়োগ করে অবচেতন মনের তীব্র ইচ্ছাশক্তির প্রয়োগ সুনিশ্চিত করুন = তাতেই সমস্যার সমাধান লব্ধ হউক! কনক্লুশন সবিশেষ গাণিতিক সমীকরণের মতোই আপনার জীবনের সকল সমস্যা সমাধানে আপনি সুখী ও স্যাটিসফাইড হউন সেই শুভকামনা রইলো।

Mind Clock

Mind Clock এর মাধ্যমে জীবনে সফলতার অধ্যায়ন করুন!
সাইকোলজিক্যাল Mind Clock আমাদের শরীর যেমন বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী নিয়ত পরিচালিত হয় তেমনি যেকোন বিষয় বা লক্ষ্যে সফলতা লাভ করার জন্য প্রয়োজন একটি নিয়মানুবর্তিতায় আবর্তিত সাইকোলজিক্যাল মেকানিজম সিস্টেম যার নিমিত্তে একটি Stimulative Simulation হতে পারে Mind Clock Simulation যা আপনাকে একটি ঘড়ির মতো জানিয়ে দিবে কিভাবে আপনাকে কোন বিষয়ে সফলতা লাভ করার জন্য পর্যায়বৃত্তিকভাবে No Tension (দুঃশ্চিতা পরিহার করে) >>> Think (পরিপূর্ণভাবে সুস্থিত চিন্তন প্রক্রিয়া অবলম্বন করে) >>> Analysis (উক্ত বিষয় সম্পর্কে আত্মবিশ্লেষণ করা) >>> Use Knowledge (আপন জ্ঞান এর ব্যবহার সুনিশ্চিত করে) >>> Find Way (আপনার লক্ষ্য সফলতায় উপায় অনুসন্ধান) >>> Wishdom (আপন ইচ্ছাশক্তির ব্যবহার - যা মূলত আপন অবচেতন মনের লক্ষ্য বা বিষয় সম্পর্কে সফলতা লাভের তাড়না) >>> Give Up (হার না মানা এর মতো মানসিকতায় তীব্র জিদে দৃঢ় সংকল্প গ্রহন) >>> Work (উক্ত লক্ষ্য পূরণে কার্যকরণ) >>> Optimistic (আশাবাদীতায় আপন মনের পজেটিভ ইনটেনসিটি'তে ইনআরশিয়া নিশ্চিত করা) >>> Confidence (আত্মপ্রত্যয়ী মানসিকতায় লক্ষ্য পূরণে আত্মবিশ্বাসী হওয়া) >>> Devotion (লক্ষ্য পূরণের এই মানসিক দৃঢ়তায় যে পরিকল্পনা তাতে আত্মবিশ্বাসের সহিত পূর্নাঙ্গ ভক্তি স্থাপন) >>> Win (উক্ত পরিকল্পনায় আপন লক্ষ্য বা বিষয় সম্পর্কে আপন বিজয় সুনিশ্চিত করা)।
উপরোক্ত এই প্রক্রিয়া আপনাকে জীবনের প্রতিটি বিষয় বা লক্ষ্যে প্র্যাকটিস বা পুনঃপুন অবলম্বন করা - এমনকি যদি কোন বিষয়ে প্রথমবার কাঙ্খিত ফলাফল লাভ করা সম্ভবপর না হয় তবুও ততোক্ষণ অবধি চেষ্টা করা যতোক্ষণ না অবধি সফলতা লাভ করা সম্ভবপর হচ্ছে এটি সুনিশ্চিত করুন!

Lit

আচ্ছা এমন কি কখনো হয় যখন আপন মনের কথা নিজের মুখে অন্তত বলা কঠিন হয়ে দাড়ায়?! এমন যেন কিছুতেই মনের সেই সকল কথাগুলো আপন ঠোট দিয়ে বের করা সম্ভবপর হয়ে উঠে না – অথচ কথাগুলোর বহিঃপ্রকাশ ঘটানো গেলে মনের মাঝে এটলিস্ট একটু আত্মতৃপ্তি পাওয়া যেতো….
উদাহরণস্বরূপ এমন একটা অবস্থা কল্পনা করা যায় যখন আপনার আপন মনের ভাবনাতে কারোর প্রতি তীব্র রাগ বা ক্ষোভে গালি দিতে ইচ্ছে করছে অথচ সেটা করতে পারছেন না – তখন কেমন একটা অস্বস্তি লাগে, তাইনা?
এই মনের সুপ্ত অস্বস্তি দূর করতে Lit Psychological Stimulative simulation হয়তো ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারে।
Lit Simulation

Blood

রক্তের প্রতি আমাদের সাইকোলজিক্যাল ফেনোমেনা!
যদিও আমাদের শরীরের ওজনের তুলনায় প্রায় ৭-৮ শতাংশ’ই রক্ত তবুও এই রক্তের প্রতি আমাদের উদ্ভুত মানসিকতা কাজ করে; কেউবা সেটা দেখে ভয় পায় বা উদ্বেগের জন্ম ঘটে – কারোর জন্য এই রক্ত হয়ে হঠে সাইকোপ্যাথিক এক উদ্দীপনা আরও কতো কি….
আসুন Blood Psychological Stimulative simulation হতে অপ্টিক্যালি রক্তের এই বিষয়টি অপ্টিক্যালি অবজার্ভ করি তাতে আমাদের রক্তের প্রতি কেমন মনোভাব সেটা হয়তো উপলব্ধ করতে সহজ হবে! Blood Simulation

NonThink

কূটবুদ্ধির সাইকোলজিক্যাল কটকটি
কূটবুদ্ধি শুনেই হয়তো বুঝতে পারছেন আদতে কুটিল বুদ্ধি কিংবা দূর্বু্দ্ধির বিষয়টি বোঝানো হচ্ছে – যেখানে আমাদের মস্তিষ্কে কোন বিশেষ অবস্থা বা অবস্থান কিংবা প্রেক্ষাপটে বা পরিস্থিতিতে মস্তিষ্কে জটিল দুরভিসন্ধিমূলক আচরণের উদয় ঘটে – ঠিক এই সময়ে আমাদের মনে কিরূপ আচরণের পরিব্যপ্তী ঘটে সেটার বহিঃপ্রকাশ NonThink Psychological Stimulative Simulation এর মাধ্যমে পর্যবেক্ষন করতে পারেন। এই সময়ে আমাদের মানসিকতা জুড়ে এমন অবস্থা ও অবস্থিতি থাকে যেন আমরা প্রাসঙ্গিক ঐ বিষয়ে খুব সচেতন মানসিকতায় নানান দূর্বলতার খোঁজে সেগুলো কিভাবে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করা যায় এমনটা কল্পনায় সিমুলেট করি… NonThink Simulation

PsychoSatisfaction

আপন মনের অযাচিত যতোসব নেগেটিভ ইনটেনশনসমূহের অপ্টিক্যালি ভিজ্যুয়ালইজেশনে নির্লিপ্ত বহিঃপ্রকাশে একরূপ স্যাটিসফেকশান অনুভবের প্রয়াস... PsychoSatisfaction Simulation

Death Delusion

আপাতভাবে এখনো মৃত্যু আমাদের জীবনের অন্যতম এক সত্য – সেই সত্য মৃত্যুটাকেও আমরা মাঝে মাঝে পরিবেশ ও পরিস্থিতি স্বাপেক্ষ কামনা করে থাকি; এমন যেন মৃত্যু হলেই সব সমস্যার সমাধান কিংবা মৃত্যুর পরের অজানা জগৎ অনুসন্ধান কিংবা কোন নির্দিষ্ট মানসিক অবস্থাতে মৃত্যুর পর কোন বিষয় এচিভ করার তাড়নাতে মৃত্যুর প্রতিও আমাদের মনে সহজাত ভয়ের তুলনায় এক মায়া জাগত পারে…
কিন্তু এই মায়া বা কামনার বিষয়টি আমরা কিভাবে উপলব্ধি করতে পারি?
আসুন Death Delusion হতে বিষয়টা রিয়েলাইজ করার চেষ্টা করি…
Death Delusion Simulation “এখানে একটি ফাঁসির রশি দেন দুলে দুলে এক হিপ্নোটিক ছন্দে ওপারের মুক্ত অনাবিল জগৎ এর টানে আপনার মনটাকে টানছে…
ঐ পারে আছে অজানা এক প্রশান্তি যাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে যাবে এক নিমিষেই – জগতের সকল পার্থিব স্বার্থ আর লাভ লসের হিসাব কিংবা যতোসব নির্লিপ্ত স্বার্থপর ভাবনা হতে এক চিরস্থায়ী মুক্তির অস্বাদান; আপনাকে মুক্তির সমাধানে হাতছানি দিচ্ছে তো…..”
হ্যা ঠিক এমনই হয় মৃত্যুর প্রতি মায়াতে আপন মনের মানসিকতা!
কনক্লুশন:-
সাইকোলজিক্যাল সিমুলেশন আমাদের মস্তিষ্কে যে স্টিমুলেশান সৃষ্টি করে উহার আবেশ উপলব্ধিতে আমাদের জীবনের উদ্দীপনায় সুখ ও সফলতা লাভে প্রয়াসী হতে পারি...
আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো!